আজ শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করা যাবে না

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, ভিজিট ভিসা কে ইকামায় রূপান্তর করবার ব্যাপারে যেই তথ্য ছড়িয়ে পড়েছে, সেটা সম্পূর্ণ গুজব। কোন অবস্থাতেই ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করা যাবে না জানিয়েছেন সৌদি জাওয়াজাত।

 

জানা যায়, সাম্প্রাতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে, যাতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অনুমতি সাপেক্ষে ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামা তে রূপান্তর করা যাবে। এই গুজব ছড়িয়ে পড়ার কারনে অনেকেই ভুল তথ্য সম্পর্কে অবগত হচ্ছেন।

 জাওয়াজাত জানিয়েছে, মন্ত্রণালয় ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট বা ইকামায় রূপান্তর করার ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

 

উল্লেখ্য যে, ইতিপূর্বে জাওয়াজাত জানিয়েছিলো, যেসকল ১৮ বছরের কম বয়সী শিশুদের অভিভাবক এর ইকামা রয়েছে, সেসকল শিশুদের ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করার সম্ভাবনাকে খতিয়ে দেখছে মন্ত্রণালয়। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।