আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ভাসানচরে যাচ্ছেন আরও ১০৯৭ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ১১:৩০:০০ পূর্বাহ্ন | জাতীয়

 কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রয়োদশ দফায় আরও ১ হাজার ৯৭ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে মঙ্গলবার দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১ হাজার ৯৯ জনকে নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় রোহিঙ্গাদের বহনকারী ৩৯টি বাস। এদের মধ্যে দুই জন নারী অসুস্থ হয়ে পড়লে তাদের নেভি হাসপাতালে ভর্তি করা হয়। দুই নারীর একজন সন্তানসম্ভবা এবং অন্যজন সদ্য প্রসূতি নারী। ফলে ১ হাজার ৯৭ জন রোহিঙ্গাকে নিয়ে ছেড়ে যায় নৌ-বাহিনীর জাহাজ।

২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয়শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। সর্বশেষ দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবার ত্রয়োদশ দফায় এক হাজার ৯৯৯ জনসহ মোট ২৭ হাজার ৬৭৩ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।