আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বোয়ালখালীতে এবার পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরি!

বোয়ালখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৯ অক্টোবর ২০২৩ ০৬:০৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তালা কেটে নগদ টাকা, কম্পিউটারের সিপিইউর মূল্যবান যন্ত্রাংশ ও একটি মনিটর নিয়ে গেছে চোরের দল।

 

গতকাল শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে।  রবিবার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ইউপি সচিব মিল্টন চৌধুরী জানান, পোপাদিয়া ইউপি কার্যালয়ের প্রতিটি কক্ষের তালা কেটে চোরের দল আসবাবপত্র নথিপত্র এলোমেলো করে ফেলেছে। নগদ ৩ হাজার ৯ শত টাকা, পরিষদের দুইটি সিপিইউ ও একটি মনিটর এবং একটি নষ্ট প্রিন্টার নিয়ে গেছে চোরের দল। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র পরিষদের বাইরে ফেলে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন বলেন,  চোরের দল কার্যালয়ের একাধিক কক্ষের তালা কেটে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

 

এর আগে গত ১৭ অক্টোবর দিবাগত রাতে উপজেলার  সারোয়াতলী ইউপি কার্যালয়ে চুরি ঘটনা ঘটে। চোরের দল পরিষদের একটি পোষা কুকুরকে মেরে কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ ও দুইটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সবচেয়ে জনপ্রিয়