আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ৫ ফেব্রুয়ারী ২০২২ ১১:৩৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

নগরের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম

ইন্তেকাল করেছেন। তিনি শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভারতের চেন্নাইয়ের এপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তিনি বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন।

 

বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিউল আলম ৬ই ফেব্রুয়ারি ১৯৪৯ সালে জন্ম গ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ অনার্স পাশ করেন। সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক সমিতিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সভাপতি হিসেবেও সাউথ ল্যান্ড সেন্টার আগ্রাবাদ দোকান মালিক সমিতিতে দায়িত্ব পালন করেন।

তিনি আগ্রাবাদ রোটারি ক্লাব (২০২১-২০২২) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যও ছিলেন।

মৃত্যুকালে মরহুম শফিউল আলম স্ত্রী কাজী মাহবুবা বেগম ২ ছেলে ফয়সাল আলম ও ফারজাম ফারাবী বিন আলম এবং একমাত্র মেয়ে ফাহিমা জব্বারসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউল আলম এর মৃত্যুতে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সম্মিলিত পরিষদ ও মার্কেটের সকল দোকান মালিক ব্যবসায়ী ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 ৬ ফেব্রুয়ারি রবিবার রাতে ভারতের চেন্নাই হতে মরদেহ আসা সাপেক্ষে ৭ ফেব্রুয়ারি সোমবার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় সিডিএ ১ নং জামে মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা এবং দুপুর আড়াইটার সময় সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুম শফিউল আলম এর মরদেহ তার গ্রামের বাড়ি হাটহাজারী কাটিরহাটে নিয়ে তৃতীয় জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



সবচেয়ে জনপ্রিয়