আজ বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
পিস্তল বাবুর অত্যাচারে অতিষ্ঠ কাজীর দেউড়ি এলাকাবাসী

বাণিজ্য মেলায় চাঁদা না পেয়ে পিস্তল বাবুর ছুরিতে যুবক খুন, আহত ১

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জুন ২০২২ ১১:১৮:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো
বামে নিহত মঈনুদ্দিন (৩০), ডানে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর

বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের জেরে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নগরের কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

এসময় আরও একজন আহত হয়।  নিহত মঈনুদ্দিন (৩০) চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পলোগ্রাউন্ডে বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর সঙ্গে ভুক্তভোগীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে পিস্তল বাবু। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ২৫ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়