১৯৫২ সালে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণে মাধ্যমে শ্রদ্ধা জানাতে ফটিকছড়ি খিরাম ইউনিয়নে শহীদ মিনারের উদ্ভোধন করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের স্মৃতি বিজরীত শহীদ মিনার উদ্ভোধন করেন খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসাইন সৌরভ।
এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্যিক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার। সাবেক নানুপুর ইউপির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাংবাদিক এম. দিদারুল আলমের সঞ্চালনায় উদ্ভোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মাষ্টার আবুল বশর, খিরাম কাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার সভাপতি মফিজুর রহমান, সুপার মাওলানা নাছির উদ্দীন আনসারী, ইউপি সদস্য নঈম উদ্দীন, ইউপি সদস্য আব্দুল শুক্কুর, প্রবাসী আওয়ামীলীগ নেতা এজাহার মিয়া, নুরুল আমিন সামির।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য সাবেকুন নাহার শিমুল, সৈয়দা শামশুন নাহার, নানুপুর ইউনিয়ন আওয়ামী নেতা মাষ্টার নুরুল আবছার, যুবলীগ নেতা ইকবাল হোসেন, গিয়াস উদ্দীন, এনামুল হক এনাম, রিয়াদ, ও জাবেদ, সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের, মু্হাম্মদ আলমগির, মাওলানা মামুন, মাওলানা ছায়াদ উদ্দীন, মাওলানা আব্দুল মালেক, জায়েদুল আলম বাপ্পু, জায়েদ হাছান রাজু, এম. ওসমান প্রমুখ। শহীদ মিনার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- ১৯৫২ সালের আজকের দিনে ভাষার জন্য আন্দোলনরত রফিক, সালাম, বরকত সহ ভাষা সৈনিকদের বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত করে, শহীদদের তাজা রক্তে রাজপথ লালে লাল হয়েছিল, তারা মাতৃভাষা বাংলার জন্য প্রাণ উৎসর্গিত করেছিলেন। বাঙ্গালি জাতীয় বীর শহীদের রক্তের বিনিময়ে ২১শে ফেব্রুয়ারি আজ জাতীয় শহীদ দিবস। তাদের বুকের তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে পেয়েছি মায়ের ভাষা বাংলা।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানতে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিসহ উপস্থিত সর্বসাধারণ।