আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

পেশার আডালে কোন দালাল ও টাউট-বাটপারকে পশ্রয় দেয়া হবে না:কক্সবাজার পুলিশ সুপার

এম.মনছুর আলম,চকরিয়া : | প্রকাশের সময় : শনিবার ৭ মে ২০২২ ০৪:১৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা (জনগণ) সচেতন হলে সমাজ থেকে মাদক, জুয়া, গরুচোর, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সব-ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। এছাড়াও কোন ব্যক্তি তার নিজ পেশার আডালে থানায় এসে সেবার নামে দালালী ও টাউট-বাটপারীর মাধ্যমে হয়রানী করলে কাউকে পশ্রয় দেয়া হবে না। যারা এ সমস্ত কাজে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। শনিবার দুপুরে চকরিয়া থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সমাজ থেকে মাদক নির্মুল করতে পারলে আমাদের যুব সমাজ রক্ষা পাবে। কাউকে মাদক, গরুচোর ও জুয়া নির্মুলের ব্যাপারে ছাড় দিবো না। এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনতার সেতুবন্ধনের মাধ্যমে দেশ থেকে সকল ধরণের অস্ত্রধারী, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। তাই সকলের সমন্বয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং দমন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, মানবিক আচরণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: তফিকুল আলম, চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসময় থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্যে রাখেন, চকরিয়া প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক এম আর মাহমুদ, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, হারবাং ইউপি চেয়ায়ম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, সাংবাদিক এম.জিয়াুবল হক প্রমুখ। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে এ সময় ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##