আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে আশ্রয় নেওয়া মিয়ানমার বাহিনীর ১৭৭ জনকে প্রত‍্যাবাসন করার প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ১৩ মার্চ ২০২৪ ০৪:৫৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে নতুন করে ১৭৭ জন বিজিপি সদস্যের বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বর্তমানে নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির তত্ত্বাবধানে বর্ডার গার্ড বিজিবি স্কুলে অবস্থান করছেন।

মিয়ানমারের অভ্যন্তরে সেদেশের জান্তা সরকার ও তাদের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের জেরে গত ১১ মার্চ ২০২৪ তারিখে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৭৭ জন সদস্য প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় প্রার্থনা করলে। নাইক্ষ‍্যংছড়ি বিজিবি তাদেরকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করে নিরাপদে আশ্রয় প্রদান করেছে।পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে মিয়ানমারে প্রত্যাবাসন করা হবে।

উল্লেখ্য, গত ০৪-০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সেদেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিপরীতে মিয়ানমার সরকারের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, মায়ানমার সেনাবাহিনী, কাস্টমস ও ইমিগ্রেশনসহ ৩৩০ জন সদস্য প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিল। গত ১৫ ফেব্রুয়ারি তাদেরকে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে হস্তান্তর করা হয।