আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে গরু চোরাকারবারিরা বেপরোয়া,অভিযানে মিয়ানমারের অবৈধ গরু,মহিষ আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ৩০ মার্চ ২০২৪ ০৮:১৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকা দিয়ে  মিয়ানমার থেকে অবৈধভাবে আসা ৩টি মহিষ এবং দুটি গরু আটক করেছে নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি। 

শনিবার সকালে নাইক্ষ‍্যংছড়ি বিজিবির টহল কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতুলি থেকে মালিক বিহীন ৩ টি মহিষ আটক করতে সক্ষম হন।অপর দিকে নাইক্ষ‍্যংছড়ির বামহাতির ছড়া থেকে অপর আরেকটি টহল দলের কমান্ডার নায়েক সুবেদার  মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিক বিহীন মিয়ানমার থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা দুটি গরু আটক করা মহয়,আটক গরু এবং মহিষের আনুমানিক বাজার মুল‍্য ৬ লক্ষ টাকার উপরে হবে বলে জানা যায়। আটক হওয়া গরু,মহিষ পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য নাইক্ষ‍্যংছড়ি জোন সদরের ব‍্যাটালিয়ন হেফাজতে রয়েছে। সম্প্রতি সীমান্ত এলাকায় বেশ কয়েকটি গরু মহিষ সিন্ডিকেটের সদস্যরা  মিয়ানমার থেকে চোরাই পথ দিয়ে এনে বিভিন্ন দুর্গম পথ দিয়ে দেশের বিভিন্ন হাটবাজারে পাচার করে আসছে।সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা রাত দিন সমানভাবে চোরাচালন প্রতিরোধে ব্যাপক ভূমিকায় রেখে আসলেও কিছু দুর্গম জায়গা দিয়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে সিন্ডিকেটের সদস্যরা তাদের তৎপরতা সুযোগ বুঝে অব্যাহত রেখেছে চলতি সময়ে গর্জনিয়া,কচ্ছপিয়া,নাইক্ষ‍্যংছড়িতে, গড়ে ওঠা গরু,মহিষের খামারীরা পড়েছেন ব্যাপক দুশ্চিন্তাই,কারণ পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে আসা অজস্র গরু মহিষের কারণে তাদের খামারে থাকা গরু মহিষ বিক্রি করতে গেলে ভর্তুকি দিয়ে বাজারজাত করতে হয়, স্থানীয় খামারীরা মনে করেন অবৈধ পথে আসা গরু মহিষ যদি বন্ধ না হয় তারা একেবারে পথে বসে যাবেন এবং খামার করতে ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে নেয়া লোনগুলো সময়মতো পরিশোধ করতে পারবেন না।