আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত,আটক চারজনকে পুশব্যাক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকার ভিতরে আমবাগান এলাকা থেকে বুধবার সকালে ২ জন মিয়ানমার উপজাতি নাগরিক ও ২ জন শিশু সহ মোট চারজনকে  আটক করে বিজিবি সদস্যরা । উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় একই স্থান দিয়ে আটককৃত মিয়ানমার  নাগরিকদের ২৮ ফেব্রয়ারি বুধবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় বাংলাদেশের আম বাগান নামক জায়গা দিয়ে মিয়ানমারের অভ‍্যন্তরে পুশব্যাক করা হয় বলে জানা যায়।

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে পুশব্যাক হওয়া চারজনের নাম, মাতি ২১,কান্তি ১৬ মাস,প্লাবি ২২,মুনসিং তং ১ বছর।

সবার বাড়ি তুমব্রু, পোষ্টঃ তমব্রু, থানাঃ মাদাই

জেলাঃ মংডু,দেশ মিয়ানমার। উল্লেখ্য মিয়ানমারের ভিতরে চলা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিদ্রোহী সশস্ত্র কয়েকটি সংগঠন এবং সে দেশের সরকার পরিচালিত বাহিনীদের সঙ্গে অনবরত সংঘর্ষের কারণে সে দেশের হাজার হাজার নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে আসছে। সীমন্ত সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কঠোরভাবে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি মিয়ানমার থেকে অনুপ্রবেষের চেষ্টা কালে এই পযর্ন্ত অনেক নারী পুরুষ সহ সঙ্গে থাকা বাচ্ছাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।এবং হাজার হাজার মিয়ানমার উপজাতিদের বাংলাদেশের ভিতরে আসার চেষ্টাকে সফলতার সাথে নস্যাৎ করে দিয়েছে বিজিবি সদস্যরা।