আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‌্যংছড়ি' সীমান্তে আটক অবৈধ গরু নিলামে বিক্রি

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৯ এপ্রিল ২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু বিওপি কর্তৃক জব্ধকৃত মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৭ টি গরু নিলামে বিক্রি সম্পন্ন হয়েছে।

কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনস্থ তুমব্রু ও বাইশফাঁড়ী বিওপির বিজিবি কর্তৃক সীমান্ত পয়েন্ট থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে  মিয়ানমার থেকে চোরাই পথ দিয়ে অবৈধভাবে আনা একটি বাচুরসহ ৭ টি গরু নিলামে বিক্রি করা হয়েছে। 

মঙ্গলবার  (৯ এপ্রিল ) সকাল ১১টার  সময় কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনস্থ ২টি বিওপি’র বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত  এলাকা থেকে এসব বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।

এদিকে ৭টি গরু তুমব্রু বিওপির দায়িত্বরত  ক‍্যাম্প কমান্ডার মোহাম্মদ আনোয়ারের উপস্থিতিতে এবং কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ্যে  নিলাম দেওয়া হয়। এতে ২৫ জন ডাককারী নিলামে অংশগ্রহণ করেন। এদের মধ্যে  নিলামে সর্বোচ্চ ডাককারী হিসেবে মোহাম্মদ ইসমাইল ১লক্ষ ৬৩ হাজার টাকায় ৭ টি গরু  প্রকাশ্যে  নিলামের মাধ‌্যমে ক্রয় করেন।