আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

রহমতগঞ্জকে হারিয়ে শুভ সূচনা চট্টগ্রাম আবাহনীর

খেলাধুলা ডেস্ক : | প্রকাশের সময় : শনিবার ৫ ফেব্রুয়ারী ২০২২ ০৯:৫১:০০ অপরাহ্ন | খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার (৫ ফেব্রুয়ারি) রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে চট্টগ্রাম আবাহনী।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাঙ্কগড। এরপর দেশি স্ট্রাইকার রুবেল মিয়ার জয়সূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চট্টলার ক্লাবটি। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন ঘানার ফরোয়ার্ড ফিলিপ আজা। 

 

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ও সেমিফাইনালে মোহামেডানকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছিল রমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ফাইনালে আবাহনীর কাছে হারলেও মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টে নিজেদের লড়াকু এক দল প্রমাণ করেছিল পুরান ঢাকার ক্লাবটি। লিগেও তেমন কিছুর ইঙ্গিত দিয়েছিল তারা।

 

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুরুটাও সেভাবে করেছিল রহমতগঞ্জ। ম্যাচের প্রথমার্ধেই ঘানার ফরোয়ার্ড ফিলিপ আজার গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। চতুর্থ মিনিটে রহমতগঞ্জের হয়ে গোলটি করেছিলেন ঘানার ফিলিপ। মনে হয়েছিল ফেডারেশন কাপের মতো লিগেও বড় দলগুলোর জন্য ভয়ের কারণ হবে তারা। তবে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী শুরুতে পিছিয়ে গেলেও শেষের হাসিটা দিয়েছে।

 

ছন্দহীন চট্টগ্রাম আবাহনী ঘুরে দাঁড়ায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাঙ্কগড এবং ৭২ মিনিটে রুবেল মিয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। লিগের প্রথম রাউন্ড শেষে ঢাকা আবাহনীর সঙ্গে শেখ জামাল,সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে।

 

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শনিবার দিনের অন্য ম্যাচে টঙ্গীতে মোহামেডানকে শেষ মুহূর্তের গোলে রুখে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের প্রথমার্ধে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে ছিল মোহামেডান। দ্বিতীয়ার্ধের শেষদিকে কিরগিজ ফুটবলার আইজার আখমাতভ গোলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। 

 

রোববার একদিন বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সোমবার টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বসুন্ধরা কিংস উত্তর বারিধারার বিপক্ষে মাঠে নামবে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কিংসরা নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল।