চট্টগ্রামের চন্দনাইশে নব্বই দশকের পুরনো ভোট কেন্দ্র পুন:বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার ( ৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাগিছাহাট চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুর শুক্কুর। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী। মোহাম্মদ জসিমউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মাষ্টার আমিনুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ, সাইফুদ্দিন,কবির আহমদ সওদাগর, ফারুকুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি মহল ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে ভোট কেন্দ্র হাশিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিবর্তন করে হাজী মো:খলিল বদিউজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন মাদ্রাসায় হস্তান্তর করেন। এই নব্বই দশকের পুরনো ভোট কেন্দ্রটি পুনরায় পূনর্বহাল করার দাবি জানান।