আজ বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২৭৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ১১ ফেব্রুয়ারী ২০২২ ১১:৩৬:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

১৪টি ল্যাবে ২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের বেশিরভাগই অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের গবেষকরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। এদিনও মৃত্যুবরণ করেনি কেউ।  

নগরে আক্রান্ত ১৮৫ জন এবং উপজেলায় ৯২ জন। এর মধ্যে সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালীতে ৮ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশে ৯ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৯ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, রাউজানে ১১ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীতে ১১ জন, সীতাকুণ্ডে ৪ জন, মিরসরাইয়ে ১২ জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত ৭৩৪ জন নগরে এবং বিভিন্ন উপজেলায় ৬২৬ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া নগরে ৯০ হাজার ৭৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৩ জন সহ মোট ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়