আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দর ছেড়েছে ভারতের ট্রানজিট জাহাজ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৯ অক্টোবর ২০২২ ০৪:৩১:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

ভারতের মেঘালয় থেকে ভারতীয় ট্রানজিট কনটেইনার বহনকারী এমভি ট্রান্স সামুদেরা নামের জাহাজটি আজ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। 

 

ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করার চুক্তির অধীনে এই কার্গো চলাচল ট্রায়াল রানের অংশ।

 

২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দুই প্রধানমন্ত্রীর (বাংলাদেশ ও ভারত) পর্যায়ে যে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে এটি এক ধাপ অগ্রগতি। 

 

ডাউকি-তামাবিল-চট্টগ্রাম রুটে টাটা স্টিল এবং সিজে ডার্কল লজিস্টিকস এই ট্রায়াল রান পরিচালনা করছে।