আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম গণহত্যা দিবসে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ জানুয়ারী ২০২৩ ১০:৩৮:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রাম: ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি ঐতিহাসিক লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় পুলিশের নির্বিচারে গুলিতে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৪ জনকে হত্যা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দিনটিকে চট্টগ্রাম গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

 

 

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ইয়াসির আরাফাত এ মাহফিলের আয়োজন করেন।  

এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. তৈয়ব।

 

 

 

এ সময় ‍উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য হোসেন আহমেদ, যুবলীগ নেতা আহসানুল হক ডিউক, মীর মো, ইকবাল, শুভ দাশ, আলী আকবর মহিম, মাতাবর সোহাগ, ইমদাদুর রহমান রিয়াদ, টারজেন দাশ, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, শাহদাত আহমেদ, শাহরিয়ার শুভ প্রমুখ।