আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় আ:লীগ নেতার বিরুদ্ধে দোকান জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ অগাস্ট ২০২৪ ০৭:৫১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে অন্তবর্তীকালীন সরকার গঠনের পূর্বেই বিভিন্ন এলাকায় জবর দখলে মেতে উঠে দখলবাজ চক্ররা। কক্সবাজারের চকরিয়ায়ও ত্যার ব্যতিক্রম ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলের দিকে থানা সেন্টার এলাকায় জেলা আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলালের নেতৃত্বে দোকান জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দোকানের মালিকপক্ষগণ।

 

 

বৃহস্পতিবার বিকেলে চকরিয়া পৌরশহরে মধুবন মিষ্টি দোকানে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

 

 

চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত রফিক আহমদের ছেলে 

 

ভুক্তভোগী দোকান মালিক নাজেম উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, তাদের বাবা রফিক আহমদ সওদাগরের ক্রয়কৃত জায়গায় থানা সেন্টার এলাকার বেশকিছু দোকান নির্মাণ করে দীর্ঘকাল ধরে ভোগদখল করে আসছিল। গেল আওয়ামী লীগ সরকারের শাসনামলেও এ আওয়ামীলীগ নেতা ক্ষমতার প্রভাব কাটিয়ে কয়েকটি দোকান জোর পূ্র্বক ভাবে দখলে নেয়। বর্তমান অন্তবর্তী সরকার গঠন করার পূর্বেই ফের এ আওয়ামীলীগ নেতা কোন অদৃশ্য ইশারায় ও প্রভাব কাটিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জোরপূর্বক ভাবে নতুন করে দোকান দখল করেছে

 

বলে দাবী করেছেন তিনি।

 

ভুক্তভোগী সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, দেশের এই ক্রান্তিলগ্নে আমাকে ও আমার পরিবারের সদস্যদের ঘিরে  জবরদখলকারী, মামলাবাজ এই আওয়ামীলীগ নেতা তার বসতবাড়িতে হামলা এবং ভাংচুর করার বিষয়ে বুধবার মিথ্যা অভিযোগ এনে সাংবাদিকদের ভূল তথ্যদিয়ে সংবাদ প্রকাশ করেন। এ ঘটনার সাথে আমাদের কোন ধরণের সম্পৃক্ততা নেই। আমরা এই মিথ্যা সংবাদের নিন্দা জানাচ্ছি। তার সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে সেটা এলাকার বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনসহ সকলেই অবগত রয়েছেন। তবে গত ৫ তারিখ তার বাড়িতে হামলা, ভাংচুর ও পরিবার সদস্যদের মারধর করার অভিযোগ করেছে তা আমার ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। দীর্ঘ ১৬ বছর ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের ক্ষমতার প্রভাব কাটিয়ে একের পর এক মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন চালিয়ে প্রাণনাশেরও চেষ্টা করে। তার ক্ষমতার কাছে আমরা অসহায় হয়ে পড়ি। এতো মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা, জেলখাটার পরও এখনো নিশ্চুপ রয়েছি। তার কারণ, আমরা আইনকে শ্রদ্ধা করি।  তারপরও আমরা অপরাধী? এ প্রশ্নটা জাতির বিবেগের কাছে তুলে ধরেন তিনি। 

 

ভুক্তভোগী নাজেম উদ্দিন আরো বলেন,  গত ৫ তারিখ সারা দেশের ন্যায় পুরো  এলাকাজুড়ে ছিল উত্তাল। ওইদিন শেখ হাসিনা পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শিশু-কিশোর থেকে শুরু করে হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় শ্লোগান নিয়ে মিছিল সহকারে নেমে আসে।  মুহূর্তের মধ্যেই পুরো পৌরশহরের খেকে শুরু করে থানা সেন্টার, উপজেলা পরিষদ ও প্রতিটি রাস্তাঘাটে লোকে লোকারণ্যে ছিল। লক্ষাধিক জনতার ঢলের মাঝে কে বা কারা তার বাড়িতে হামলা চালিয়েছে আর সেটার দায় আমার ও আমার পরিবারের সদস্য ভাইদের চাপিয়ে দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা কতটুকু যুক্তিযুক্ত। মূলত বিরোধীয় জায়গা নিয়ে উচ্চ আদালতের রায় চুদান্ত পর্যায়ে চলে আসার কারণে আমাদের বিরুদ্ধে নানা কল্পকাহিনী তুলে মানুষের মাঝে হেয়প্রতিপন্ন ও অপরাধী হিসেবে চিহ্নিত করতে আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলাল ষড়যন্ত্র করে যাচ্ছেন। 

 

সংবাদ সম্মেলনে বক্তব্য আরো জানান, আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলাল নিরব একজন ঘাতক চরিত্রের লোক। অল্প কিছু দিন আগেও ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আঁধারে আমাকে ও আমার ভাই কফিলকে হত্যা পরিকল্পনা করে। গেল সরকারের সময়ে ক্ষমতা ব্যবহার করে এ আওয়ামীলীগ নেতা নারী নির্যাতন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি থেকে শুরু করে এমন কোন মামলা নেই তিনি করেনি। কিন্তু আল্লাহ সহায় থাকায় এসব মিথ্যা মামলা থেকে রেহাই পেলেও এখনো পর্যন্ত আমার বাবার খরিদকৃত জায়গা নতুন করে ফের জবর দখল করেন। বর্তমান অন্তবর্তীকালীল সরকারের সময়েও এই আওয়ামীলীগ নেতা দুলাল ক্ষমতার প্রভাব বিস্তার করে যাচ্ছেন। তিনি একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, আমার বাবা রফিক আহমদ সওদাগর জীবিত থাকা অবস্থায় এই আওয়ামীলীগ নেতার ইন্ধনে ও প্ররোচনায় রাজাকার আক্কা দিয়ে বড় ধরণের মানসম্মান হানিকরে। মূত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আমার বৃদ্ধ বাবা এ কলঙ্ক নিয়ে মৃত্যু বরণ করতে হয়। তার অত্যাচারে কতো ঈদের মুখ পর্যন্ত দেখি নাই। তারপরও কি আমরা অপরাধী সে বিচারটা চকরিয়াবাসীসহ জাতির কাছে তুলে দিলাম। আমরা বিএনপি পরিবার বলে এটা হচ্ছে মূলত আমাদের অপরাধ?

 

তার অনৈতিক এহেন জবরদখল কর্মকান্ডের বিষয়ে বর্তমানে চকরিয়া সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জরুরি হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে ভুক্তভোগী দোকানের মালিক নাজেম উদ্দিন দাবী করেছেন।