আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ঘাতক দালাল নির্মূল কমিটির ১১৬ জন আলেমের তালিকার কোন ভিত্তি নেই- নজিবুল বশর মাইজভান্ডারি

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ২০ মে ২০২২ ১০:০১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ঘাতক দালাল নির্মূল কমিটির করা ১১৬ জন আলেমের তালিকার কোন ভিত্তি নেই, জনভিত্তিও নেই বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের(বিটিএফ) চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি বলেন, কি কারণে আলেমদের বিরুদ্ধে এই তালিকা করেছে আমার জানা নেই। এই তালিকার ব্যাপারে সরকারের কোন সম্পৃক্ততা নেই। সরকারি কোন তদন্ত সংস্থারও সম্পৃক্ততা নেই। আমি ১৪ দলীয় নেতা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দিতে চাচ্ছি, সরকারের কোন হাত ছিলনা, হাত নাই। ১১৬ জনের নাম ঘাতক দালাল নির্মূল কমিটির, তাদের স্ব-ইচ্ছায় দিয়েছে। বাংলাদেশে প্রথম ব্যাক্তি যে এটার প্রতিবাদ করেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন ও সাংবাদিকদের জানিয়েছেন এটার কোন ভিত্তি নাই। ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) উদ্বোধন করতে এসে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সাব্বির রহমান সানি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার ওসি কাজি মাসুদ ইবনে আনোয়ার।