খাগড়াছীড়তে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ৩ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার পুরো জেলায় এ সড়ক অবরোধ পালিত হয়।
অবরোধের কারণে দূরপাল্লা ও আন্তঃজেলা সড়কে যান চলাচল বন্ধ ছিলো। তবে ঢাকা ও বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশি প্রহরায় সকালে খাগড়াছড়িতে প্রবেশ করে। শহরে যান চলাচল ছিলো অনেকটাই স্বাভাবিক।
অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে পিকেটিং-এর খবর পাওয়া গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত বুধবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়।