আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় মানবাধিকার কমিশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ অগাস্ট ২০২২ ০২:৩৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার বিকালে বড়ঘোপ কমিউনিটি সেন্টারে উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু আককাজ ইশতিয়াকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার উত্তর আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল। 

 

 

উক্ত আলোচনা সভায় উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক শফিউল মোরশেদ, উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন বাবুল, উত্তর আঞ্চলিক শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, মানবাধিকার নেতা রুহুল কাদের রুবেল, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন (বাপ্পা) বক্তব্য রাখেন। 

 

উক্ত আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম।