আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারের শ্রেষ্ঠ ইউএনও জেপি দেওয়ান

এম.মনছুর আলম,চকরিয়া : | প্রকাশের সময় : সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন জেপি দেওয়ান। ২০২২ সালে ১৭টি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ইউএনও হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হন। এছাড়াও

শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাছাই কমিটির সভাপতি ডিসি মামুনুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করা হয়। ইউএনও জেপি দেওয়ান ২০২২ সালের ১০ জানুয়ারী চকরিয়া উপজেলায় যোগদান করেন। 

 

তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য নাটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির সদর উপজেলায়। চকরিয়া উপজেলায় যোগদানের পর থেকেই মেধা, যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমাণ দিয়ে উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বিস্তারসহ নানা কার্যক্রমে অবদান রাখায় তিনি জয় করে নিয়েছেন উপজেলাবাসীর মন। জেলার সেরা ইউএনও নির্বাচিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

জানা গেছে, ইউএনও জেপি দেওয়ান ৩৩ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকুরিতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন জেলায় ও বিভাগীয় কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও কর্মরত ছিলেন।  মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বেশ কয়েকটি উপজেলায় কাজ করে প্রশংসিত হয়েছেন।

উল্লেখ্য, ইউএনও জেপি দেওয়ান বিগত নয় মাস পূর্বে জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে সন্দ্বীপ উপজেলা থেকে তাঁকে চকরিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। ##