আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে তিন শতাধিক গরু-ছাগলকে ফ্রি ভ্যাকসিন, ওষুধ প্রদান

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে তিন শতাধিক গরু-ছাগলকে ফ্রি ভ্যাকসিন, চিকিৎসাপত্র এবং ওষুধ প্রদান করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্ব) দুপুরে ভারুয়াখালীর সওদাগর পাড়া বাজারে সদর প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন মহল্লার পুষ্টিহীন, দুর্বল ও অসুস্থ গরু-ছাগল জমায়েত করে এলাকাবাসী। 

 

গৃহপালিত এসব গবাদিপশুকে বিনামূল্যে ভ্যাকসিনের পাশাপাশি চিকিৎসাপত্র প্রদান করেন সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন। 

 

এ সময় উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মিছবাহ উদ্দিন কুতুবী, ভেটিনারী মাঠ সহকারী মোঃ ওবায়দুল হক, এলফএ সুমন চন্দ্র রায়, এলএসপি মোঃ ফারুকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

 

ক্যাম্পেইনে প্রয়োজনীয় ওষুধ স্পন্সর করেছেন রেনেটা লিমিটেড। কোম্পানির পক্ষে সার্বিক সহযোগিতা করেন পশু স্বাস্থ্য বিভাগের প্রফেশনাল সার্ভিস ম্যানেজার মোঃ কামাল হোসেন। 

 

এদিকে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করছে প্রাণিসম্পদ বিভাগ। বিভিন্ন খামারিদেরও এ সেবা দিয়ে থাকে তারা। নিজেদের পালিত গরু-ছাগলের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে খুশি হয়েছে গ্রামাঞ্চলের মানুষজন। তারা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।