আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রান গেল দুই যুবকের

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ০৪:০৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলার  সিকদার দোকান এলাকা থেকে দুই বাইকারের লাশ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। বুধবার দিনগত রাত আনুমানিক দেড়টার সময় হাইওয়ে পুলিশের টহল দল এই লাশ উদ্ধার করেন।

লাশের পাশেই ধুমডে মুসডে যাওয়া একটি বাইক পড়েছিল। ধারনা করা হচ্ছে দ্রুতগামী যানবাহনের সাথে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হরিপুর এলাকার তোফায়েল আহমদের পুত্র তৌহিদুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর হোসেনের পুত্র সালাহ উদ্দীন (২৫)।

সালাহ উদ্দীনের চাচা খোরশেদ আলম মিলন জানান, সালাহ উদ্দীন ও তৌহিদ তারা দুইজনই চাচাত-জেঠাতো ভাই ও ঘনিষ্ট বন্দু। তারা মোটর সাইকেল নিয়ে কক্সবাজারে গিয়েছিল। ফেরার পথে দূর্ঘটনা ঘটল। দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমরা রাস্তার পাশেই দুটি লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ ও পাশেই ধুমডে হলমুসডে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানায় নিয়ে আসি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।