আজ শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

এ.পি.পি হলেন চট্টলার কৃতি সন্তান অ্যাডভোকেট আবু নাসের রায়হান

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ৬ জানুয়ারী ২০২৩ ০৮:৪০:০০ অপরাহ্ন | আইন-আদালত

 

চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু নাসের রায়হান  চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ১৮ ডিসেম্বর ২০২২ প্রকাশিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি এই নিয়োগ প্রদান করা হয়। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট আবু নাসের রায়হান বীর চট্টলার  আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম. এ. তাহের এর একমাত্র পুত্র । অ্যাডভোকেট আবু নাসের রায়হান  ২০১৪ সালে  বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং সেই থেকে চট্টগ্রাম আদালত অঙ্গনে আইনজীবী হিসেবে সুনামের সাথে আইন পেশা পরিচালনা করছেন। অ্যাডভোকেট আবু নাসের রায়হান বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অ্যাডভোকেট আবু নাসের রায়হান তরুণ আওয়ামী রাজনীতিবিদ হিসেবেও বেশ জনপ্রিয়। 

রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী হিসেবে  ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।