আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

অনেক প্রতিক্ষার পর রাজস্থলী উপজেলায় ২৮ শে নভেম্বার অবাদ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত

রাজস্থলী, রাঙ্গামাটি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ০৫:১৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা গতকাল ২৮ শে নভেম্বর রবিবার ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় কোন ঘটনা ছাড়া নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামীলীগ প্রার্থী নৌকা মার্কায়।

১ নং ঘিলাছড়ি ইউনিয়নের রবার্ট ত্রিপুরা বিনা প্রতিদ্বন্ধিতা নৌকা মার্কায়, ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পুচিংমং মারমা, বিনা প্রতিদ্বন্ধীতা নৌকা মার্কায়, ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের আদোমং মারমা, নৌকা মার্কায় পেয়েছেন ২৬৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধিতা ঞোমং মারমা, আনারস মার্কায় ( আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী/ বা স্বতন্র প্রার্থী পেয়েছেন ১৯২৭ ভোট। যারা আগামী ৫ বছরের জন্য ওর্য়াডের অভিভাবক হিসেবে দায়িত্ব পেয়েছেন, ১ নং ঘিলাছড়ি ইউনিয়নে ১ নং ওর্য়াডে সতিন্দ্র ত্রিপুরা, ২ নং ওর্য়াডে অজয় ত্রিপুরা, ৩ নং ওর্য়াডে জৈনরাম ত্রিপুরা, ৪ নং ওর্য়াডে ভুবন মোহন তঞ্চগ্যা, ৫ নং ওর্য়াডে অমল কান্তি তঞ্চগ্যা, ৬নং ওর্য়াডে, উদয় তঞ্চগ্যা, ৭ নং ওর্য়াডে মো. জয়নুল আবেদীন তালুকদার, ৮নং ওর্য়াডে চিংহ্লাঅং খিয়াং ও ৯ ওর্য়াডে সজিব খিয়াং।

সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ রসনাতি ত্রিপুরা, ৪,৫,৬ রোজি মালা তঞ্চগ্যা ও ৭,৮,৯ অঙ্গ মালা খিয়াং। ২ নং গাইন্দ্যা ইউনিয়নে ১ নং ওর্য়াডে অংসিংমং মারমা, ২ নং ওর্য়াডে শুন্য( প্রার্থী নেই) ৩ নং ওর্য়াডে মংখ্যই মারমা, ৪ ওর্য়াডে থোয়াইউচিং মারমা, ৫ নং ওর্য়াডে মো. নুরুল আলম, ৬ নং ওর্য়াডে হ্লামংচিং মারমা, ৭ নং ওর্য়াডে সুইনুমং মারমা, ৮ নং ওর্য়াডে ও ৯ নং ওর্য়াডে থুইচিংমং মারমা। সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নাইম্রাচিং মারমা, ৪,৫,৬ গৌতমী খিয়াং ৭,৮,৯ শুন্য কোন প্রার্থী নেই।

৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ১নং ওর্য়াডে মো. এমদাদুল হক মিলন, ২ নং মো.কামাল হোসেন, ৩ নং ওর্য়াডে মো.আবদুল কাদের হওলাদার, ৪নং ওর্য়াডে খুইসিংমং মারমা, ৫ নং ওর্য়াডে মংউচিং মারমা, ৬ নং ওর্য়াডে শিমুল দাশ, ৭ নং ওর্য়াডে ক্যচিংহ্লা মারমা, ৮নং ওর্য়াডে ইখ্যাইমং মারমা ও ৯ নং ওর্য়াডে থোয়াইসুইমং মারমা। সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ সালমান আত্তার, ৪,৫,৬ বাপ্পি দে, ৭,৮,৯ এসাইচিং মারমা।