বান্দরবানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা অঙ্গীকার, নববর্ষে ছাত্রদের মাঝে বই উপহার।" শিক্ষার প্রসারে সবাইকে কাজ করতে হবে। শুধু শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার উন্নয়নে শিক্ষকদের আরো যত্নশীল হতে হবে এমনটাই মন্তব্য করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ ১ লা জানুয়ারী রোববার সকালে বান্দরবানে বিভিন্ন স্কুল ও মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয় । এতে প্রাধান অথিতী হিসাবে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দিয়ে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,ইয়াসমিন পারভীন তিবরিজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, প্রধান শিক্ষক দীপ্তি কনা দে, সরকারি উচ্চ বিদ্যালয় বান্দরন, সহকারী শিক্ষক আমিনুর রহমান (প্রমানিক),ইয়াছিনুর রহমান, সহ সকল শিক্ষক শিক্ষা প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এছাড়া বান্দরবান সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এদিকে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বাস।