হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহুল আমিন বলেন, নিহতের পরিবার এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তথ্য পেয়েছি, জামিল ও রাবেয়া এখানে একটি কক্ষে ভাড়া থাকতেন। পাশেই রাবেয়ার বাবা থাকতেন। জামিল তেমন কোনো কাজকর্ম করতেন না। এজন্য রাবেয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে আজ (শনিবার) রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়ে যান জামিল।
চট্টগ্রামের হালিশহরে রাবেয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর থেকে পলাতক ঘাতক স্বামী মো. জামিন (৩০)।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হালিশহর থানার ফইল্যাতলী বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত রাবেয়া আক্তারের বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তার স্বামী মো. জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।