আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

হালদায় মা মাছ ধরার প্রচেষ্টা, এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

মো. পারভেজ, হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৫ মে ২০২২ ০২:৫৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছ ধরার প্রচেষ্টাকালে নির্মল বল্লভ (৪৬) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতগোনা এলাকা হতে তাকে আটক করেন। এসময় তার সাথে থাকা মাছ ধরার নৌকাসহ ৩০০ বড়শি, সুতা, মাছ ধরার খাবারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, হালদায় ডিম ছাড়ার প্রাক্কালে মা মাছ দুর্বল থাকে। কিছু অসাধু চক্র এই সময়টাকে মা মাছ শিকারের জন্য বেচে নিলেও তাদের মা মাছ শিকারের প্রচেষ্টারোধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এসময় তিনি হালদায় মা মাছ শিকারের প্রচেষ্টা দেখা  মাত্র উপজেলা প্রশাসনকে অভিহিত করার জন্য হালদা পাড়ের মানুষদের প্রতি অনুরোধ জানান।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়