হাটহাজারীতে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২২০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের হারুন চেয়ারম্যান ঘাটা থেকে ২টি জীপ গাড়িসহ এই কাঠ জব্দ করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলমের নেতৃত্বে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা সহযোগিতায় ঢাকা মেট্রো- ন-৬৬৮৮ ও ঢাকা-ঘ ৭৯০৪ নাম্বারের ২টি জীপ গাড়ীসহ জ্বালানি কাঠগুলো জব্দ করা হয়। বুধবার সকালে জীপ গাড়ি ২টিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এই ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম জানান, বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬৭ ধারায় প্রতিটি জীপ গাড়ীর মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং স্থানীয় বনবিভাগকে জব্দ কাঠগুলো হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, জব্দ কাঠগুলো স্টেশনে হেফাজতে রয়েছে এবং পাচারকারীদের চিহ্নিত পূর্বক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।