আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ১০ বাংলাদেশি হাজ্বীর মৃত্যু

খলিল চৌধুরী, সৌদি আরব | প্রকাশের সময় : শুক্রবার ১৪ জুলাই ২০২৩ ০৮:১৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত পবিত্র হজ্ পালন করতে গিয়ে  আরও ১০ বাংলাদেশি হাজ্বীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা যায়, মক্কা ও মদিনায় হ্নদরোগে আক্রান্ত হয়ে দেশটির পবিত্র নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন পুরুষ ও ২ জন নারী হাজ্বীর মৃত্যু হয়।

 

মৃত্যু বরণ কারী হাজ্বীরা হলেন, হাফেজুর রহমান মাষ্টার (৬৮)  পাসপোর্ট নম্বর এ০৬৬০৫৯২৫ , তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

 

এমডি আবদুর রহিম (৫২) পাসপোর্ট নম্বর এ ০৭৮২৫০৮১, জয়পুরহাট জেলার বাসিন্দা।

 

আবুল কালাম (৫৬) পাসপোর্ট নম্বর ০৬৫৪৪০৬০ এ, রাজধানী ঢাকা জেলার যাত্রাবাড়ির বাসিন্দা।

 

মুসা সিরাজুল ইসলাম (৭৩) পাসপোর্ট নম্বর  ০৬৮৩৮৩৬, ঢাকা জেলার রাজধানী উত্তরার বাসিন্দা।

 

 

আবদুল মালেক (৭১) পাসপোর্ট নম্বর বি০০৩৬ ১০৬১  নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় বাসিন্দা।

 

এমডি সাইফু (৫৭) পাসপোর্ট নম্বর ই০৩৪০৫৯৯, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

 

মোঃ একরামুল হক (৭১) পাসপোর্ট নম্বর ই০০১৭২০৫, চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।

 

মোঃ রফিকুল আলম পাসপোর্ট নম্বর ই ০৮১৮৬৭৯, নওগাঁ জেলার সদর উপজেলার বাসিন্দা।

 

বিলকিস নাহার পাসপোর্ট নম্বর বি ০০০৮৬৭৫৫, ঢাকা জেলার রাজধানীর মেরুল এলাকার বাসিন্দা।

 

রহিমা বেগম (৫২) পাসপোর্ট নম্বর ই০৮৯০৯৬০, নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার বাসিন্দা।

 

চলতি বছরের হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মক্কায় ৮৬ জন, মদিনায ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন।  এমধ্যে ৭৯ জন পুরুষ ও ২৫ জন নারী হাজ্বী মৃত্যু বরণ করেন।