সীতাকুণ্ডে গত তিন বছর ধরে গরিব, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে খাবার দিয়ে আসছে সামাজিক, মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন আহার।
আজ শুক্রবার (০১ সেপ্টেম্বর) প্রতি মাসের মতো শুক্রবার জুমার নামাজের পর এ আয়োজন করা হয়। মাসের প্রথম শুক্রবার সিকিউর সিটির প্রাঙ্গণে শত শত মানুষের এই আয়োজনে সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন পেশার মানুষ এতে সেচ্ছাসেবী হিসেবে অংশ নেন। বিভিন্ন দানবীর ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা এতে সেচ্ছায় গরীবদের খানার আয়োজনে অর্থসাহায্য করেন।
আহার এর প্রধান নির্বাহী সাংবাদিক জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত গরীবের মেজবানে উপস্থিত ছিলেন সিকিউর সিটির ভাইস-চেয়ারম্যান আখতার হোসেন, ইন্জিনিয়ার কামরুদ্দোজা, প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম,সাংবাদিক জাহেদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, মাওলানা হারুন অর রশীদ, সাংবাদিক মুসলেহ উদ্দীন প্রমুখ। এছাড়া আজকের আয়োজনে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।
আহার এর নির্বাহী পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, করোনা মহামারির সময়কালে আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছিলাম। গত দুই বছর ধরে আমরা দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রতিমাসে একবার খাবারের ব্যবস্থা করি। সকলের সহযোগিতায় আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।