আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ডে জমিজমা সংক্রান্ত বিরোধে ২জনকে কুপিয়ে জখম

ইলিয়াছ ভূঁইয়া, সীতাকুণ্ড : | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০৪:০২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নূরুল আমিন রাসেল (৩৪) ও মোঃ দিদার (৪৯) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ৷ তারা আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চমেকে চিকিৎসাধীন আছেন৷ উভয়ই ৭নং কুমিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা৷ 

 

যানা যায় ৪ ডিসেম্বর শনিবার রাত সাড়ে সাতটার সময় নূরুল আমিন রাসেল (৩৪) ও তার চাচা মোঃ দিদার (৪৯) বাজার থেকে বাড়ি ফিরছিলেন এসময় পূর্বপরিকল্পিত ভাবে ওতপেতে থাকা প্রতিপক্ষের  মনসুর (৬০) ইব্রাহিম (৪৪), ইসমাইল (৪৬) ও  তার ভাতিজা নূর-নবী (৩৩) মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাসেল কে৷ এসময় দৌড়ে পালাতে গেলে পতিপক্ষ ইব্রাহিম পেছন থেকে রাসেলকে মাথায় কিরিস দিয়ে কোপ দেয়  এক পর্যায়ে রাসেল মাটিতে লুটিয়ে পড়ে। রাসেলকে বাঁচাতে গেলে তার চাচা মোঃ দিদারকেও গুরুতর আহত করে৷ মুহুর্তেই এলাকায় হৈচৈ পড়ে গেলে নামাজরত মুসল্লীরা মসজিদ থেকে দৌড়ে আসলে মনসুর ও তার ভাইরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের আশঙ্কাজনক অবস্থায় চমেকে প্রেরন করে৷ 

 

এই ব্যপারে আহত রাসেলের ভাই সেলিম বলেন আমি হৈচৈ শুনে বের হয়ে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে আছে৷  এলাকাবাসীর সহয়তায় তাকে চমকে নিয়ে যায়৷ মূলত তারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালায় ।

 

জমিজমা বিরোধের ব্যপারে যানতে চাইলে সেলিম বলেন, ২০১৭ সালে তারা জোর পূর্বক আমাদের ঘর ভিটা দখলে নেওয়ার  চেষ্টা করে । তখনও বেশকিছু বার আমাদের উপর হামলা করে, ঘরের মহিলাদের নানারকম কটুক্তিমূলক কথা ও শ্লীলতাহানির হুমকি দিয়ে আসছে  প্রতিনিয়ত এবং বিভিন্ন সময় জায়গা ছেড়ে চলে যেতে ও হত্যার হুমকি দিয়ে আসছে। আদালতে পর পর দুইটা রায় আমাদের পক্ষে দিলেও এই রায় তারা মানতে নারাজ৷ তার সূত্র ধরে তারা আবার দলবল নিয়ে দখল করতে আসলে  আমরা ও বাড়ির লোকজন মিলে বাধা দিই এবং স্হানীয় জনপ্রতিনিধি বিষয়টি মিমাংসা করে দিলেও সন্ধ্যায় তারা আবার আমার ভাইয়ের উপর হত্যার উদ্দেশ্য হামলা করে। আমি ও আমার পরিবার এই হামলার বিচার চাই এমন অবস্থায় আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

 

এই বিষয়ে প্রতিপক্ষের হামলার মূল পরিকল্পনাকারী ইব্রাহিম কে 01825-197624 এই নাম্বারে বার-বার কল দিয়েও পাওয়া যায়নি। 

 

এ ব্যপারে জানতে চাইলে ৩ নং ওয়ার্ডের মেম্বার হারুন বলেন, এই বিষয়ে আমি  অবগত রয়েছি। বর্তমানে আদালতের নিদের্শনা অনুযায়ী জায়গাটি নূরুল আমিনদের দখলে থাকলেও মনসুর ঘর-বেড়া দিতে গেলে উভয় পক্ষের মধ্যে উওতেজনা সৃষ্টি হয় বিষয়টি  আমি মিমাংসা করে দিয়েও  পরোক্ষনে জানতে পারি রাসেলকে গুরুতর  আঘাত করা হয়েছে৷  

 

কুমিরা ইউপি চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী বলেন, বিষয়টি আমি অবগতনয় কেউ আমাকে এখনো জানায়নি তবে ফেইজবুকে দেখেছি। যতটুকু যানি জায়গাজমি নিয়ে মূলত এই ঘটনা। 

 

সীতাকুণ্ড মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার বলেন এই বিষয়ে একটি সাধারণ ডাইরি হয়েছে এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে৷