আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ চট্টগ্রাম ০৩ সন্দ্বীপ সংসদীয় আসনে আজ ২৯ নভেম্বর বুধবার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি ১৭ দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত এনপিপি মনোনীত সম্ভাব্য প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এনপিপি'র প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একটি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ সংসদীয় আসনে এনপিপি'র মনোনয়নে প্রতিদ্বন্ধিতা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩১ তম ব্যাচের সাবেক কৃতি ছাত্র অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর জন্ম সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নে।
আজ বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, এনপিপি চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সভাপতি খোশাল খান, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, অ্যাডভোকেট সায়মা সুলতানা, সাংবাদিক ফসিউল আলম খোকন, সাইফুর রহমান খান প্রমুখ।