যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সন্দ্বীপে শিক্ষার্থীদের নিয়ে যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন ) দুপুরে সাউথ সন্দ্বীপ হাই স্কুলের অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় যৌতুক ও বাল্যবিয়েকে না বলে শপথ গ্রহণ করে উপস্থিত ৩ শতাধিক শিক্ষার্থী।
সভার আয়োজক ছিল যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখা এবং বীর প্রতীক কর্নেল (অব.) মো. দিদারুল আলম ফাউন্ডেশন।
যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর প্রতীক কর্নেল মো. দিদারুল আলম,
যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম সন্দ্বীপ শাখার সমন্বয়ক রেডিও দ্বীপের আরজে আবদুর রহমান ইমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাউথ সন্দ্বীপ হাই স্কুলের সিনিয়র শিক্ষক কারিমুল মাওলা ও যৌতুক বাল্যবিবাহ ফোরাম সন্দ্বীপ শাখার প্রধান সমন্বয়ক, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন। বক্তব্য রাখেন
সাউথ সন্দ্বীপ হাই স্কুলের সিনিয়র শিক্ষক শাহেদুল মাওলা, মোঃ আইয়ুব, মোমেনা বেগম, বেগম শামীমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখায় অষ্টম নবম দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে আয়েজকদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।