সন্দ্বীপে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে সন্ধ্যা ৭ টা এনাম নাহার মোড়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘের হল রুমে এ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিঞ্চু পদ রায়, আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, , জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আনোয়ার হোসেন, কাজী নজরুল ইসলাম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল আজাদ বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, নিজেরা করি সন্দ্বীপ অঞ্চলের প্রধান মতিউর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। বক্তরা বলেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৯ সালে সন্দ্বীপ এসে কমরেড মোজাফফর আহমদের বাড়ীতে থেকে সন্দ্বীপের সুপারি গাছের উপর একটি কবিতা রচনা করছেন , বক্তারা আরো বলেন সন্দ্বীপে জাতীয় কবি নজরুলের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান অথবা জাদুঘর প্রতিষ্ঠান আহ্বান জানান।