
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমার গ্রাহক মরহুম নুরুল আবসারের বীমা দাবীর ২৫ লক্ষ ৬৩ হাজার ৬৮০ টাকার চেক নমীনি স্ত্রী উম্মে খানমের কাছে হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১০টায় লোহাগাড়া উপজেলা পাবলিক হল রুমে এ চেক হস্তান্ততর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা এটিএম হামিদুল হক চৌধুরী। প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লোহাগাড়া এফপিআর সেন্টারের এজিএম মো. ফারুকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সলিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইভিপি চট্টগ্রাম জোন- ৬ এর ইনচার্জ অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, ইসলামী ব্যাংক লি: লোহাগাড়া শাখার ব্যবস্থাপক মো. হারুনর রশিদ, গেøাবাল ইসলামী ব্যাংক আধুনগর শাখার ব্যবস্থাপক হাসান মোহাম্মদ সুজন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লোহাগাড়া এফপিআর সেন্টারের এরিয়া ম্যানেজার ও ইনচার্জ মো. তারেক বিন কবির, জেনারেল ম্যানেজার এ.বি.এম আনোয়ারুল হক, হারবাং এফপিআর সেন্টারের ইনচার্জ ও জেনারেল ম্যানেজার এস.এম ইব্রাহীম শামীম। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মরহুম নুরুল আবসারের স্ত্রী উম্মে খানম বলেন, স্বামী মৃত্যুর আগে কখনো অভাক কি বুঝেনি। এখ অভাব কি তা হারে হারে বুঝতেছি। ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসারে যখন অভাব আসার পরিক্রম তখনই হাজির হন প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন, আমার স্বামী মরহুম নুরুল আবসার ৫ বছরে ৪ লক্ষ টাকা বীমার টাকা জমা করে মারা যান। পাঁচ বছরে বোনাসসহ ১০ লক্ষ টাকা জমা হয়। প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃত্যুরদাবী ২৫ লক্ষ ৫৬ হাজার ৬৮০ টাকার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।