আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৮শে আশ্বিন ১৪৩১

রিয়াদে এসি বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবের  রিয়াদে এসি বিস্ফোরণে মোহাম্মদ হেলাল উদ্দিন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

 

গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৬টায় দেশটির রাজধানী রিয়াদের মাহয়েল এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, মোঃ হেলাল উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগুয়ানপাড়ার মৃত মো. ইসহাক মিয়ার ছেলে। দেশে তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।

 

নিহতের ভাই মোহাম্মদ কায়সার জানান, গত ১২ আগস্ট হেলাল উদ্দিন সৌদি আরবে যান। এর মধ্যে ১ মাস পার না হতেই ১৪ সেপ্টেম্বর সকালে এসি বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় এ রেমিট্যান্স যোদ্ধা মৃত্যু হয়। 

 

নিহতদের মরদেহ দেশটির স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মরদেহ দেশে পাঠানোর জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন নিহতের পরিবার।