রামুর গর্জনিয়া ইউনিয়নের থিমছড়িতে ১ বখাটেকে তুলে আনতে গিয়ে অপর ৪ জন সহ মোট ৮ জন আহত হয়েছে।
আহতদের প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে ককসবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাদে মাগরিব।
স্থানীয়রা জানান,সন্ধ্যার পরপর ৩ টি মটর বাইকযোগে একদল যুবক থিমছড়ি ঘোনার পাড়া আবছার নামের যুবককে মটর বাইকে তুলে ধরে নিয়ে যাচ্ছিলো ।
বহরটি গর্জনিয়া ইউনিয়নের ইউপি মেস্বার জাব্বারের বাড়ির সামনে পৌছঁলে
সেই আবছার চিল্লাচিল্লি করে তাকে অপহরণ করা হচ্ছে বলে। গ্রামেবাসী তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে বাইকের যুবকরা আবসারের বুকে ছুরি ধরে। উত্তেজিত জনতা
ক্ষেপে গিয়ে ভিকটিম আবছার কে তাদের হাত থেকে কেড়ে নেয়। এ নিয়ে উত্তজনা। পরে মারামারিতে ৮ জন আহত হন। আহতদের মধ্যে সোনা মিয়া (৪০) ও আবছার (৩৮) অবস্থা গুরুতর।
বাকীদের নাম তৎক্ষনাৎ পাওয়া যায়নি।
ঘটনার বিষয়টি স্বীকার করে গর্জনিয়ার ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল জানান,তিনি ঘটনার কথা জেনেছেন। সেখানে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর লোকজন গেছেন।