আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৭ অগাস্ট ২০২২ ০৭:১৭:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে সেলাই, হস্তশিল্প ও কম্পিউটার সেন্টারের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্রসহ পুরষ্কার বিতরণ করা হয়েছে। 

 

রবিবার দুপুরে রামগড় চৌধুরীপাড়াস্থ প্রশিক্ষন কেন্দ্রের হলরুমে নায়েক আকবর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন মাহবুবুন নাহার। 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড়  জোনের উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম। 

 

রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় প্রশিক্ষন কেন্দ্রটির কম্পিউটার প্রশিক্ষন সেন্টারের ৪০তম ব্যাচ, সেলাই প্রশিক্ষন সেন্টারের ৩৩তম ব্যাচ এবং হস্তশিল্প প্রশিক্ষন সেন্টারের ৩২তম ব্যাচের ১ম ২য় ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষনার্থীদের বিভিন্ন সমস্যা শুনে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি এবং একটি  জেনারেটরের ব্যবস্থা করার আশ্বাস দেন।