নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মতে দ্বিতীয় ধাপের ৬ষ্ট উপজেলা পরিষদের নির্বাচন রাত পোহালে অনুষ্ঠিত হবে। এরই আলোকে উক্ত নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ভোট গ্রহণের সকল ধরণের সরঞ্জামাদী ইতিমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চকরিযা উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রের বিপরীতে ৭৬৬ বুথে সর্বমোট ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটার ভোট প্রদান করবেন। তৎমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৩৭ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৬৬ জন।
তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে মোট ১১৪ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ৭৬৬ অফিসার এবং পোলিং অফিসার ১হাজার ৫৩২ জন নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
সোমবার দুপুর থেকে প্রতিটি ভোট কেন্দ্রের কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জামাদি নিয়ে পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে রওনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন, চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিযা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম বলেন, উপজেলা ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১৪টি ভোট কেন্দ্রের নির্বাচনী সকল ধরণের সরঞ্জামাদি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে থাকবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। তাদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষনিক মাঠে বিজিবি টহল থাকবেন।
প্রসঙ্গত, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, দোয়াত কলম প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, আনারস প্রতীক নিয়ে আবদুল্লাহ আল হাসান সাকিব ও মোটরসাইকেল প্রতীক নিয়ে বদিউল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।