রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর সংরক্ষিত আসনের (১,২ ও ৩নং ওয়ার্ড) উপনির্বাচন আজ সোমবার (৩১ জানুয়ারি) নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হবে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে কেন্দ্রে থাকবেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া একজন ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেটও মাঠ পর্যায়ে টহলে থাকবেন বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম বলেন, পৌরসভার ১নং সংরক্ষিত আসনের ৩টি ওয়ার্ডের মোট ৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার রয়েছেন ৮ হাজার ৩২৮ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মঞ্জুরা বেগম (চশমা), রুবি বেগম (আনারস) ও মারোফা বেগম (টেলিফোন)। নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, “ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা থাকবে। যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সজাগ থাকবে।”উল্লেখ্য গত ৫ অক্টোবর এই আসনের সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তার মারা যান।