রাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লীগের (এমপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল খেলা শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে খিলমোঘল রসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনালে টিম সিক্সার্সের বিপক্ষে চ্যম্পিয়ন হয় টিম টাইটান্স।
শুরুতে টিম সিক্সার্স ট্রসে জিতে ব্যাটিং এ নেমে নির্ধারিত ১০ ওভারে ১২৭রান সংগ্রহ করে। পরে ১২৮ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত ওভারের আগে ৪ উইকেটে জয় পায় টিম টাইটান্স। পরে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমপিএলের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. রুবেল। উদ্বোধক ছিলেন আমরা গ্রামবাসী কল্যান সমিতির সহ সভাপতি মো. রাশেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল ডিরেক্টর ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম রুবেল, জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল, আমরা গ্রামবাসী কল্যান সমিতির ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ, আমরা গ্রামবাসী কল্যান সমিতির অর্থ সম্পাদক মো. লোকমান, প্রচার সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান, সহ অর্থ সম্পাদক মনজুর হোসেন, মোগলদেরহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. সেকান্দর ও সম্পাদক মো. পারভেজ প্রমুখ।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টিম টাইটানের মো. সাইমন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করে আমরা গ্রামবাসী কল্যান সমিতি।