আত্ম মানবতা সেবা মূলক সংগঠন সন্দ্বীপ উপজেলার মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির উদ্যেগে এলাকার অসহায় মেহনতী ২২৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার স্বরুপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
ইলিয়াছ সুমন সন্দ্বীপ।
রবিবার ২৪ মার্চ বিকেল ৩ টায় দক্ষিণ মুছাপুর সরকারি প্রথমিক বিদ্যালয় প্রকাশ তহসিলদার স্কুলের এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নিজাম উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, মুছাপুর আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মুছাপুর বদিউজ্জামান স্কুলের সিনিয়র শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা আবদুল হান্নান, মুছাপুর দক্ষিণ পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার ইলিয়াস, সমাজকর্মী আবদুল মালেক, সিরাজুল মাওলা, মুছাপুর আদর্শ ক্লাবের সভাপতি মজনুর খান বাবু, সাবেক সহ সভাপতি ফুলমিয়া, দেলোয়ার হোসেন রিয়াদ, রবিউল আলম রিয়াদ প্রমুখ।
বক্তারা বলেন বিগত চার বছর যাবৎ মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতি যেভাবে এলাকার গরীব অসহায় মেয়েদের বিবাহতে সহযোগিতা এবং প্রবাসীদের বিদেশ যাওয়াতে আর্থিক সহযোগিতা সহ রমজান ঈদে নানান সামগ্রী প্রদান করে যাচ্ছে দৃষ্টান্ত হয়ে থাকবে ।