ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের চৈতন্যেরহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আবু আহম্মদের ছেলে মো. লিটন মিয়া (২৮) ও জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম প্রকাশ আকাশ (১৯) কে ডাকাতির সহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি লোহার রড, ১টি হেসকো বেøড, ১টি কাঠের লাঠি ও একটি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি-অটোরিক্সা উদ্ধার করা হয়।
এদিকে শনিবার রাত ২টায় বারইয়ারহাট পৌরসভাস্থ ইসলাম মার্কেটের সামনে পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মাগুরা জেলার শ্রীপুর থানার খাসিয়াপাড়া এলাকার মো. সাফু মোল্লার ছেলে মো. ফজলু মোল্লা (৩৭) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে ২ জনকে এবং পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।