মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ মে) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি এরাদুল হক ভুট্টু, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রফেসর কালাম উদ্দিন চৌধুরী কলেজ দলকে ১ গোলে পরাজিত করে বারইয়ারহাট ডিগ্রি কলেজ দল । আগামী ২৭ মে মিরসরাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ২ জুন অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে।
মাহবুব উর রহমান রুহেল এমপি বলেন, বাংলাদেশে ফুটবলের অপার সম্ভাবনা রয়েছে। মিরসরাই উপজেলার খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণে বিকেএসপির সহযোগিতায় মিরসরাইয়ে ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠা করা হবে।