আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : রবিবার ২৬ মে ২০২৪ ০৮:১৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় মিরসরাইয়ে ৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। রবিবার (২৬ মে) উপজেলার উপকূলীয় ইউনিয়ন ৫নং ওচমানপুর, ৬নং ইছাখালী ও ১৬নং সাহেরখালী ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। রবিবার দুপুর থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পুরো উপজেলায় দমকা হওয়ার সাথে ঘুরিঘুরি বৃষ্টি হচ্ছে। 

উপজেলা সিপিপি টিম লিডার সাইফুল্লাহ দিদার বলেন, শনিবার রাত থেকে ঘূর্ণিঝড় রেমাল এর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের প্রায় ৭’শ স্বেচ্ছাসেবক উপকূলীয় এলাকায় কাজ করছেন। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিক সহ উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে আমরা কাজ করছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় মিরসরাইয়ে ৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সিপিপির টিম, স্বেচ্ছাসেবীগণ উপক‚লবর্তী ইউনিয়নগুলোতে ইউপি চেয়ারম্যানদের সহায়তায় কাজ করছে। শনিবার রাত থেকে মাইকিং করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জরুরী ত্রাণের বরাদ্দ ইতোমধ্যেই আমরা পেয়েছি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুদ আছে। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজনে মিরসরাই উপজেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর টিম প্রস্তুত আছে। যেকোনো ধরনের প্রতিক‚ল পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।