ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় বেপরোয়া গতির একটি বাসের চাপায় মিনকী ভৌমিক (৩৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন গুরুত্বর আহত হয়েছে। রবিবার (৩১ মার্চ) বেলা ৩টার দিকে মহাসড়ক পারাপারের সময় দ্রæত গতির একটি উত্তরা বাসের নীচে চাপা পড়ে মিনকী ভৌমিক। তিনি ফেনী জেলার উত্তর ফাজিলপুর এলাকার বিক্রম ভৌমিকের স্ত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিনকী ভৌমিককে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল হায়দার বলেন, সড়ক দুর্ঘটনায় তার মাথা এবং পায়ে আঘাত লেগেছে। হাসপাতালে আসার আগে মিনকী ভৌমিকের মৃত্যু হয়। আহতরা বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তিনি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, চট্টগ্রামমুখী দ্রæত গতির একটি উত্তরা বাস মিনকী ভৌমিক নামের এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। ঘাতক উত্তরা বাসটি আটক করা হয়েছে।