আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মিথ্যা ঘোষণার চালানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২০ অক্টোবর ২০২৩ ০২:১১:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

ক্যালসিয়াম কার্বনেট ঘোষণার চালানে ৬০ টন ডেক্সট্রোজ, ১৫ টন গুঁড়ো দুধ, ১ টন কফি মেট, ৩ টন মেনথল পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। মিথ্যা ঘোষণার এ চালানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে।

 

শতভাগ কায়িক পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

 

তিনি জানান, ঢাকার পুরানা পল্টনের জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চীন থেকে চার কনটেইনারের চালানটি এমভি স্কাই উইন্ড জাহাজে আমদানি করে।

 

ঘোষণা ছিল ক্যালসিয়াম কার্বনেট (আনকোটেড)। কাস্টম হাউসের এআইআর শাখা চালানটি মিথ্যা ঘোষণার পণ্য সন্দেহে বিশেষ নজরদারিতে রাখে। বিষয়টি আঁচ করতে পেরে আমদানিকারক কৌশলে চালানটি বন্দরে না নামিয়ে সিঙ্গাপুর ফেরত পাঠাতে আরওবি ঘোষণা করে। পরে কাস্টমসের চাপে চালানটি জাহাজ থেকে নামাতে হয়।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঘোষিত পণ্য পাওয়া যায় মাত্র ৩ টন।  

 

একই আমদানিকারকের আরেকটি চালান গত ২০ সেপ্টেম্বর আটক করেছিল কাস্টমস কর্মকর্তারা। যাতে ক্যালসিয়াম কার্বনেট (আনকোটেড) ঘোষণা দিয়ে ডেক্সট্রোজ ও গুঁড়ো দুধ আনা হয়েছিল। রাজস্ব ফাঁকির চেষ্টা ছিল কোটি টাকা।



সবচেয়ে জনপ্রিয়