আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালীর সমুদ্রে মোবাইল কোর্ট পরিচালনা! ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : সোমবার ৩ জুন ২০২৪ ১০:৪২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালীর সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ না মেনে সমুদ্রে মাছ ধরা অবস্থায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল সহ মাছ জব্দ করা হয়েছে। ৩ জুন দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন- মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল করিম সহ প্রশাসনের একদল টিম। এব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল করিম বলেন, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছ গোরাকঘাটা মাদ্রাসার এতিমখানায় দেওয়া হয়েছে।