আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দোকান মালিক

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : | প্রকাশের সময় : শনিবার ২৫ মে ২০২৪ ০৭:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল আবছার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

শনিবার (২৫ মে) বেলা ১২টার দিকে পৌরসভার একটি নবনির্মিত ভবনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবছার পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরস্থ খেরু পাড়া এলাকার আবদুল লতিফের পুত্র।

 

হাটহাজারী পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও  সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আলী আজম বিকাল ৫টার দিকে জানান, হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মচারী নুরুল আবছার চাকরির পাশাপাশি হাটহাজারী বাজারে একটি ওয়েন্ডিং এর দোকানের ব্যবসা  করতেন। তার দোকানের কর্মচারীরা ঘটনার দিন একটি নব নির্মিত ভবনে কাজ করতে যায়। তিনি সেখানে কাজের তদারকি করতে গেলে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত নুরুল আবছার স্টোক করে মারা গেছেন বলেও জানান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শনিবার বিকালের দিকে জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছিলো। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো। 

 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার (ওসি) তদন্ত নুরুল আলম শনিবার বিকাল ৫টার দিকে  জানান, "এ ধরনের কোনো খবর এখনো পাইনি, তবে আমি খবর নিয়ে দেখছি।